‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দাবি করেছেন, বাংলাদেশের স্বাধীনতা তখনই রক্ষা পাবে, যদি ইসলামপন্থিরা ঐক্যবদ্ধ থাকে। আকিদা বা শরিয়া নিয়ে মতভেদ থাকলেও সম্মিলিতভাবে নিজেদের ইসলামপন্থি হিসেবে উপস্থাপন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
মুন্সীগঞ্জে বাংলাদেশ কালচারাল সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় ড. মাহমুদুর রহমান বলেন, ‘‘শুধুমাত্র ইসলামপন্থিদের ভেদাভেদের কারণেই স্বাধীনতার জন্য হুমকি তৈরি হয়। যদি শতকরা ৯০ ভাগ মুসলমানের এই দেশে ইসলামপন্থিরা ঐক্যবদ্ধ না হন, তবে দেশের ভৌগোলিক নিরাপত্তা ও স্বাধীনতা চ্যালেঞ্জের মুখে পড়বে।’’
"২০২৪ সালের গণঅভ্যুত্থানে শাপলা আন্দোলনের প্রভাব" শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শায়েখ মুহাম্মদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—
মুফতি রুহুল আমিন কাশেমী (সিরাজদিখান শেখ আব্দুল্লাহ কওমী মাদ্রাসা)
রাজিবুল হক (হযরত হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা)
মাওলানা হুসাইন আহমদ ইসহাকী (হেফাজতে ইসলাম)
মাওলানা মাহবুবুর রহমান (জাতীয় ইমাম সমিতি)
মুফতি আবরারুল হক হাতেমী (মুন্সীগঞ্জ শহর জামে মসজিদ)
ড. মাহমুদুর রহমান আরও বলেন, “বর্তমানে বাংলাদেশে ইসলাম ও ভারত বিষয়ে তরুণ সমাজের যে দৃঢ় অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তা স্বাধীনতা-পরবর্তী সময়ের এক বিস্ময়কর ঘটনা।”
সভায় যোগ দেওয়ার আগে তিনি নয়াগাঁও মাদ্রাসাতুল আকাবির আল ইসলামিয়ায় এক দোয়া মাহফিলে অংশ নেন।