প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2025 ইং
কাশ্মির ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, জম্মু ও কাশ্মির ইস্যুর ন্যায্য ও টেকসই সমাধান পাকিস্তানের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি। ‘ইয়ুম-ই-ইস্তেহসাল’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখতে আহ্বান জানান।
কাশ্মিরের সঙ্গে সংহতি প্রকাশ করতে পাকিস্তানে ৫ আগস্ট পালিত হচ্ছে ইয়ুম-ই-ইস্তেহসাল বা শোষণ দিবস। এই দিনটির তাৎপর্য ২০১৯ সালের সেই বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে, যেদিন ভারত সরকার জম্মু ও কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে রাজ্যটিকে ভেঙে দেয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মির উপত্যকার জনগণের বিরুদ্ধে এটি একতরফা পদক্ষেপ ছিল বলে পাকিস্তানের দাবি।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, “কাশ্মির ইস্যুর ন্যায়সংগত সমাধান আমাদের পররাষ্ট্র নীতির মূল স্তম্ভ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করাই একমাত্র গ্রহণযোগ্য পথ।”
তিনি ভারতের ২০১৯ সালের একতরফা পদক্ষেপকে “অবৈধ ও আন্তর্জাতিক আইন পরিপন্থী” বলে অভিহিত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেয়।
শেহবাজ শরিফ বলেন, “২০২৫ সালের মে মাসে ভারতের বিনা উসকানিতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন কাশ্মির সমস্যার গুরুত্ব ও সমাধানের প্রয়োজনীয়তা প্রমাণ করে।” তিনি কাশ্মিরি জনগণের প্রতি পাকিস্তানের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এই দিনে তিনি কাশ্মিরিদের ত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্বত্ব © ২০২৫ কওমী টাইমস | সম্পাদক ও প্রকাশক: মুস্তাইন বিল্লাহ