কানাডা ঘোষণা দিয়েছে যে, তারা গাজার ক্ষুধার্ত ও আহত মানুষের জন্য বিমানযোগে মানবিক সহায়তা পাঠিয়েছে। ইসরায়েলি বাধা ও অবরোধের মুখেও এ পদক্ষেপ নিয়েছে দেশটি।
সোমবার কানাডার পররাষ্ট্র মন্ত্রী আনিতা আনান্দ ও প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টির যৌথ বিবৃতিতে জানানো হয়, কানাডা তার সামরিক বাহিনীর একটি CC-130J Hercules পরিবহন বিমানের মাধ্যমে গাজায় প্রায় ১০ হাজার কেজি খাদ্য ও চিকিৎসা সামগ্রী ফেলে দিয়েছে।
তাঁরা জানান, ইসরায়েলের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ ও অবরোধের কারণে স্থলপথে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এমন প্রেক্ষাপটে বিমানযোগে ত্রাণ পাঠানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, "মানবিক সহায়তা বন্ধ রাখা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।"
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল যে গণহত্যামূলক আগ্রাসন চালাচ্ছে, তা এখন পর্যন্ত ২১০,০০০’র বেশি ফিলিস্তিনিকে হত্যা বা আহত করেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। ৯ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ, এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে দুর্ভিক্ষে পতিত।
বিশ্বব্যাপী সমালোচনার মুখেও ২০২৫ সালের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব প্রবেশদ্বার বন্ধ করে রেখেছে, যার ফলে খাবার ও ওষুধ সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভিক্ষ ‘বিপর্যয়কর’ পর্যায়ে পৌঁছেছে।