জীবিকার তাগিদে ভারতে পাড়ি দেওয়া ঠাকুরগাঁওয়ের যুবক মিঠুন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পাঞ্জাবে কাজ করতে যাওয়া এই তরুণকে জিম্মি করে অপহরণকারীরা পাঠিয়েছে ভয়াবহ নির্যাতনের ভিডিও এবং দাবি করেছে মুক্তিপণ।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মানিকখাড়ির বাসিন্দা ২২ বছর বয়সী মিঠুন গত তিন বছর ধরে ভারতের পাঞ্জাবে একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। সবকিছু ঠিকঠাক চললেও কয়েকদিন ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আজ মঙ্গলবার সকালে একটি অজানা ভারতীয় নম্বর থেকে তার পরিবারের কাছে আসে ভয়ংকর ভিডিও কল। মিঠুনকে বেঁধে রাখা অবস্থায় নির্যাতনের ভিডিও দেখিয়ে অপহরণকারীরা দাবি করে দুই লাখ টাকা মুক্তিপণ। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
মিঠুনের বাবা আব্দুর রউফ ও মা আয়েশা বেগম বলেন, তাদের ছেলেকে চরমভাবে ভীত ও আহত অবস্থায় দেখা গেছে। অপহরণকারীরা বাংলা ভাষায় কথা বলছিল, তাই ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশি এবং কাশ্মীরে অবস্থানরত।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা মিঠুনের পরিবারের পাশে রয়েছেন এবং সরকারের কাছে অনতিবিলম্বে উদ্ধার তৎপরতা চালানোর জোর দাবি জানিয়েছেন।
হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।