প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2025 ইং
১৫ কোটি টাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ, ত্রুটি সংশোধনের নির্দেশ

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন জানিয়েছেন, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদে ছোটখাটো ত্রুটি থাকলেও বড় ধরনের সমস্যা নেই। ঠিকাদারকে এগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, এই মসজিদে মাল্টিপারপাস কার্যক্রম পরিচালনা করা হবে। পুরুষ ও নারীর পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই মডেল মসজিদের মাধ্যমে সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা জেলার সর্বত্র পৌঁছে যাবে।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মোট ১০টি মডেল মসজিদ নির্মিত হয়েছে। বড় ধরনের কোনো ত্রুটি পাওয়া যায়নি, তবে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি ঠিকাদার ও প্রকৌশলীদের মাধ্যমে সংশোধন করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার সন্ধ্যায় পৌর এলাকার মেড্ডায় দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসায় “দেশ গঠনে আলেম-ওলামাদের ভূমিকা” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।
স্বত্ব © ২০২৫ কওমী টাইমস | সম্পাদক ও প্রকাশক: মুস্তাইন বিল্লাহ