প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2025 ইং
সিরিয়ায় ৩ হাজারের বেশি বিদ্রোহী কর্মকর্তা সেনাবাহিনীতে ফিরলেন

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ৩ হাজারেরও বেশি বিদ্রোহী কর্মকর্তা সেনাবাহিনীতে ফিরে এসেছেন বা ফেরার আবেদন করেছেন। সরকার বলছে, পুনর্গঠনের এই পর্যায়ে সব জাতীয় সামরিক দক্ষতার প্রয়োজন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনসুর জানান, ৩ হাজারের বেশি বিদ্রোহী কর্মকর্তা ইতিমধ্যে সেনাবাহিনীতে ফিরেছেন বা ফেরার জন্য আবেদন করেছেন। এদের তথ্য সংরক্ষণ ও পুনর্বিন্যাসের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা র্যাঙ্ক, বিশেষায়িত ক্ষেত্র এবং অন্যান্য নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী তথ্য নথিভুক্ত করছে।
তিনি বলেন, এই পর্যায়ে কোনো শর্ত বা বিধিনিষেধ ছাড়াই সব সামরিক ও একাডেমিক যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাদের ফিরিয়ে আনা হচ্ছে। বিদেশে অবস্থানরত কর্মকর্তাদের ভ্রমণ ও দূরত্বজনিত সমস্যার কারণে ফিরতে সময় লাগতে পারে, তাই সময়সীমা নির্ধারণ করা হয়নি।
মনসুর আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রেকর্ডে নিবন্ধিত প্রত্যেক কর্মকর্তা, সেনাবাহিনীর ইউনিটে নিয়োগ না পেলেও, মাসিক বেতন পাবেন। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে সিরিয়ার আরব সেনাবাহিনীর পুনর্গঠন ও সক্ষমতা বৃদ্ধি।
স্বত্ব © ২০২৫ কওমী টাইমস | সম্পাদক ও প্রকাশক: মুস্তাইন বিল্লাহ