সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক উপস্থিতি ও দখলদারিত্ব মোকাবিলায় রুশ সামরিক পুলিশ টহল পুনরায় চালুর অনুরোধ জানিয়েছে দামেস্ক। রুশ সংবাদমাধ্যম ‘কোমেরসান্ত’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যা ইসরায়েল-সিরিয়া ভূরাজনীতিতে নতুন মোড় আনতে পারে।
রুশ দৈনিক কোমেরসান্ত জানায়, সিরিয়ার নতুন সরকার দক্ষিণাঞ্চলে রুশ সামরিক পুলিশ টহল পুনর্বহালে আগ্রহ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপ ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ২০২৪ সালের শেষ দিকে ইসরায়েল দক্ষিণ সিরিয়ার কিছু অংশ দখল করে তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠা করে, যুক্তি হিসেবে সীমান্ত সুরক্ষা ও স্থানীয় দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা উল্লেখ করে।
মাসের শুরুতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি মস্কো সফরে গিয়ে প্রবাসী সিরিয়ানদের সঙ্গে বৈঠকে জানান, রাশিয়ার ফেরত আসা “সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের হস্তক্ষেপ রোধ করতে পারে”। সূত্র জানায়, রাশিয়া সিরিয়ার অন্তর্বর্তী সরকার ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক সমন্বয় করতেও ভূমিকা রাখতে পারে।
৩১ জুলাই শিবানি আনুষ্ঠানিক সফরে মস্কো পৌঁছান এবং একই দিনে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারহাফ আবু কাসরা রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলাওসোভের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী শিবানি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয়পক্ষ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং ইসরায়েলের যেকোনো হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে।