যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে নতুন করে আওয়াজ উঠেছে। ১৩ জন প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দানের স্রোত বাড়লেও যুক্তরাষ্ট্র এখনও পিছিয়ে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১৩ জন ডেমোক্র্যাট সদস্য একত্রে প্রেসিডেন্ট প্রশাসনকে চিঠি লিখে আহ্বান জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য। এই প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসম্যান রো খান্না।
চিঠিতে বলা হয়, “এই ট্র্যাজিক সময় বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার কতটা জরুরি এবং কতদিন ধরে তা অবহেলিত হয়ে আসছে।”
চিঠিতে স্বাক্ষর করেছেন আরও প্রভাবশালী আইনপ্রণেতারা, যেমন—চেলি পিংরি, জিম ম্যাকগোভার্ন, অ্যান্ড্রে কারসন, জ্যারেড হাফম্যান প্রমুখ। রো খান্না বলেন, “১৪৭টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যুক্তরাষ্ট্র আর পিছিয়ে থাকতে পারে না।”
কংগ্রেসম্যান গ্রিন আরও জানান, তিনি নিজেই শিগগিরই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে একটি প্রস্তাব উত্থাপন করবেন।
এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও মাল্টা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বর মাসে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
বিশ্লেষকরা বলছেন, ইউরোপের এমন পদক্ষেপ ইসরায়েল নীতির মোড় ঘোরানোর সম্ভাবনা তৈরি করেছে।
মন্তব্য করুন