অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ঘোষণা করেছেন যে, আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে। রাজধানীর বিএমএ মিলনায়তনে ‘শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন’-এর জাতীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।
ড. আ ফ ম খালিদ হোসেন জানান, মসজিদ কমিটির স্বৈরাচার ও অনিয়ম রোধে একটি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা খুব শিগগিরই মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশিত হবে।
তিনি বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধন ও মেরামতের জন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তবে সংস্কারের সময় মূল স্থাপত্য সংরক্ষিত রাখা হবে।
ধর্ম উপদেষ্টা আরও উল্লেখ করেন, নতুন বাংলাদেশে ইমাম ও খতিবদের অবমাননা বা অবহেলা করার সুযোগ আর থাকবে না। অনুষ্ঠানে সংগঠনের নেতারা তাঁর কাছে বেতন-ভাতা বৃদ্ধিসহ মোট ১১ দফা দাবি উপস্থাপন করেন।
এই উদ্যোগকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘদিন ধরে সকলের দাবি হয়ে আসছিল।