আফগানিস্তানের আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এবং অভিযোগ গ্রহণ মন্ত্রণালয় জাতিসংঘের সাম্প্রতিক দাবিকে প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল আফগান নারীদের ওপর “অভূতপূর্ব সীমাবদ্ধতা” আরোপ করা হয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে, নারীরা দেশে শরীয়তসম্মত পূর্ণ অধিকার ভোগ করছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলভী সাইফুল ইসলাম খাইবার জানান, আফগান নারীরা ইসলামী শরীয়তের কাঠামোর মধ্যে তাদের সব ধর্মীয় ও আইনসম্মত অধিকার পাচ্ছেন এবং নারীর মর্যাদা, সতীত্ব ও অধিকার সুরক্ষা ইসলামি আমিরাতের প্রধান অগ্রাধিকার।
তিনি জাতিসংঘের দাবিকে “বাস্তবতা থেকে বিচ্ছিন্ন” বলে উল্লেখ করেন এবং মন্তব্য করেন, যদি জাতিসংঘ সত্যিই নারীর অধিকার রক্ষায় উদ্বিগ্ন হয়, তবে তাদের উচিত গাজায় ইসরায়েলি বাহিনীর নারী ও শিশুদের ওপর চলমান “অত্যাচার ও নৃশংসতা” বন্ধে পদক্ষেপ নেওয়া।
দায়িত্বশীল সূত্রে জানা যায়, গত চার বছরে মন্ত্রণালয় নারীদের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এটিকে তারা ধর্মীয় ও জাতীয় দায়িত্ব হিসেবে দেখছে।