গাজার সরকারি তথ্যমতে, গত ১৫ দিনে প্রয়োজনীয় ত্রাণের মাত্র ১৪ শতাংশ প্রবেশ করতে পেরেছে। অধিকাংশ ট্রাক সহায়তা ইসরায়েলি অবরোধ ও নিরাপত্তাহীনতার কারণে লুট হয়ে গেছে। এ অবস্থায় ২৪ লাখ মানুষের জীবন হুমকির মুখে।
গাজার সরকারি মিডিয়া অফিস সোমবার জানায়, ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ১৫ দিনে ৯ হাজার ট্রাক প্রয়োজন হলেও প্রবেশ করেছে মাত্র ১,৩৩৪ ট্রাক, যা প্রয়োজনের প্রায় ১৪ শতাংশ। শুধু রবিবারেই প্রবেশ করেছে ১২৪ ট্রাক, যার অধিকাংশ লুট হয়ে গেছে।
অফিসটির অভিযোগ, ইসরায়েল সচেতনভাবে ‘ক্ষুধা ও বিশৃঙ্খলা তৈরির নীতি’ অনুসরণ করছে, যাতে ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দেওয়া যায়। প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণের প্রয়োজন হলেও, সীমান্ত বন্ধ ও সহায়তা সীমিত রাখায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।
জাতিসংঘও সতর্ক করেছে, শত শত ট্রাক দৈনিক না ঢুকলে গাজার চলমান দুর্ভিক্ষ দূর হবে না। বিশ্ব খাদ্য কর্মসূচির মতে, এক-তৃতীয়াংশ মানুষ কয়েক দিন ধরে খাবার পায়নি।
ইসরায়েলি আগ্রাসনে গত ২২ মাসে গাজায় ৬১ হাজার ৪৯৯ জন নিহত ও ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। অবকাঠামো ধ্বংস, খাদ্য ও ওষুধ সংকট, এবং অব্যাহত বোমাবর্ষণে গাজা কার্যত বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
মন্তব্য করুন