বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আক্তারুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি সীমান্তবর্তী পুটখালী গ্রামে অবৈধ অস্ত্র লেনদেনে জড়িত। তিনি ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা এবং আতিয়ার রহমান বাবুর ছেলে।
তথ্য পাওয়ার পর শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। অভিযানে আক্তারুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক আক্তারুলকে পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র চোরাচালান রোধে এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।