সিরিয়ার রাজধানী দামেস্ক ও একাধিক প্রদেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের ধারাবাহিক গণহত্যা ও সাংবাদিক হত্যার নিন্দা জানান এবং বিশ্বকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে আহ্বান করেন।
সোমবার দামেস্ক, হামা, হোমস, আলেপ্পো ও ইদলিবে হাজারো মানুষ রাস্তায় নেমে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে “গাজার স্বাধীনতা” ও “ফিলিস্তিন একা নয়” শ্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েল সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে সত্য গোপনের চেষ্টা করছে।
দামেস্কে সাংবাদিকরা বুলেটপ্রুফ ভেস্ট পরে নিহত সহকর্মীদের স্মরণে দাঁড়ান। ইদলিবে সাংবাদিক ও কর্মীরা গাজায় সাংবাদিক হত্যার সরাসরি নিন্দা জানান। সাংবাদিক আহমেদ হামুশ জানান, ইসরায়েলের হাতে এখন পর্যন্ত ২৭৩ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
রবিবার রাতে গাজার শিফা হাসপাতালের কাছে একটি সাংবাদিক শিবিরে ইসরায়েলি হামলায় ৬ সাংবাদিক নিহত হন, যাদের মধ্যে ৪ জন আল-জাজিরা টিভির। এদের মধ্যে ছিলেন আনাস শরীফ, মোহাম্মদ কুরাইকা, ইব্রাহিম জাহের, মোমেন আলিউয়া, সহকারী মুহাম্মদ নুফেল এবং পরে আহত অবস্থায় মারা যাওয়া মোহাম্মদ খালেদি।
৭ অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৬১,৪৯৯ জন নিহত, ১,৫৩,৫৭৫ জন আহত এবং ৯,০০০ এর বেশি নিখোঁজ রয়েছেন। লাখো মানুষ বাস্তুচ্যুত ও অনাহারে প্রাণ হারাচ্ছেন, যাদের মধ্যে অসংখ্য শিশু রয়েছে।
মন্তব্য করুন