পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে, তবে পাকিস্তান ১০টি মিসাইল ছুড়ে তা ধ্বংস করবে। তিনি পারমাণবিক সংঘাতের হুমকিও দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট–এর রবিবারের প্রতিবেদনে বলা হয়, মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সফরে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতের বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়ে বলেন, “সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই।”
তিনি আরও বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা ধ্বংসের মুখে, তবে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হব।”
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষ হয়। এর আগে এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার পর ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং পাকিস্তানকে পানি সরবরাহ বন্ধের হুমকি দেয়।
মন্তব্য করুন