বিশ্ববিখ্যাত আমেরিকান পপস্টার ম্যাডোনা গাজার শিশুদের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত এক বার্তায় তিনি ইসরায়েলি অবরোধে সৃষ্ট মানবিক বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান জানান।
সোমবার (১১ আগস্ট) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আমেরিকান গায়িকা ম্যাডোনা লিখেছেন, “একজন মা হিসেবে আমি গাজার শিশুদের দুর্ভোগ সহ্য করতে পারি না।” ইসরায়েলের পরিকল্পিত খাদ্য অবরোধে শিশুদের মৃত্যু থামাতে মানবতার দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। ২ কোটির বেশি অনুসারী থাকা ম্যাডোনা সতর্ক করেন, “সময় আর নেই।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অপুষ্টি ও দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২২ জনে, যার মধ্যে ১০১ শিশু। সরকারিভাবে জানানো হয়, গত ১৫ দিনে গাজায় প্রবেশ করেছে মাত্র ১,৩৩৪টি ত্রাণবাহী ট্রাক, যা প্রয়োজনীয় সরবরাহের মাত্র ১৪%।
২ মার্চ থেকে ইসরায়েল সব সীমান্ত বন্ধ করে রাখায় বিপুল পরিমাণ ত্রাণ আটকে আছে। ৭ অক্টোবর ২০২৩ থেকে চলমান হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১,৪৯৯ জন এবং আহত হয়েছেন ১,৫৩,৫৭৫ জন। এখনও ৯ হাজারের বেশি মানুষ নিখোঁজ এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে ভয়াবহ মানবিক সংকটে রয়েছেন।
মন্তব্য করুন