ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গরু বহনের সন্দেহে কানওয়াড় যাত্রার সময় এক মুসলিম ট্রাক চালককে জনতার পিটুনিতে প্রাণ হারাতে হয়েছে। পুলিশ উপস্থিত থাকার পরও হামলা বন্ধ করেনি। স্থানীয়রা পুলিশকে আসক্তহীনতার জন্য কটাক্ষ করছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) শাহজাহানপুর জেলার পাতন দেবকালী এলাকার একটি ঘটনা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। কানওয়ার যাত্রার সময় গরু বহনের সন্দেহে এক মুসলিম ট্রাক চালককে কানওয়ার যাত্রীদের এক দুষ্কৃতিরা আটকিয়ে ধিক্কার প্রদর্শন করে। ট্রাকে মাটির গন্ধ ও কিছু পশুর চামড়া পাওয়ার পর পুলিশকে খবর না দিয়ে দলটি চালককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং ট্রাকটি জ্বালিয়ে দেয়। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে পুলিশকর্মীরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলেন।
স্থানীয় জনতা ও মানবাধিকার কর্মীরা পুলিশের এ নিষ্ক্রিয়তাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন। তারা বলেন, "যদি পুলিশ সময়মতো হস্তক্ষেপ করত, চালকের জীবন বাঁচানো যেত।" গত কয়েক বছর ধরে কানওয়ার যাত্রার সময় মুসলিমদের বিরুদ্ধে গরু বহনের ভ্রান্ত সন্দেহের জের ধরে হামলা ও লিঞ্চিংয়ের ঘটনা ব্যাপক হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ না করায় এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে।
ঘটনাটি উত্তরপ্রদেশে ধর্মীয় উগ্রবাদ ও সংখ্যালঘু নির্যাতনের একটি দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে সাধারণ সন্দেহই জনতার হাতে রক্তক্ষয়ী আক্রমণে রূপ নিচ্ছে।