জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যে এই অভিযোগের প্রমাণ রয়েছে বলে উল্লেখ করে তিনি ইসরায়েলের কাছে জবাবদিহি দাবি করেছেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যাননকে পাঠানো এক চিঠিতে বলেছেন, ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন সহিংসতা চালিয়েছে বলে বিশ্বস্ত তথ্য রয়েছে। অভিযোগগুলো একাধিক কারাগার, একটি আটককেন্দ্র এবং একটি সামরিক ঘাঁটিতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
চিঠিটি সোমবার পাঠানো হয়, যা জাতিসংঘের সংঘাত-সংক্রান্ত যৌন সহিংসতার বার্ষিক প্রতিবেদনের আগে প্রেরিত। তবে ইসরায়েলের পক্ষ থেকে ড্যানন সামাজিক মাধ্যমে এ অভিযোগ ‘ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট’ বলে প্রত্যাখ্যান করেছেন।
গুতেরেস বলেন, “জাতিসংঘ পর্যবেক্ষকদের প্রবেশাধিকার অস্বীকারের কারণে এই অভিযোগগুলোর ধরণ, প্রবণতা ও সাংগঠনিক প্রকৃতি চূড়ান্তভাবে মূল্যায়ন করা কঠিন হচ্ছে।” এই ঘটনা আন্তর্জাতিক মহলে ইসরায়েলের মানবাধিকার রেকর্ড নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।