সিলেটে সাদা পাথর বোঝাই ১২০ ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার রাতভর তল্লাশিচৌকি বসিয়ে অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করেছে যৌথবাহিনী। এসব পাথর আবার সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার।
জানা গেছে, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে পৃথক দুটি তল্লাশিচৌকি স্থাপন করে পাথর তোলা বন্ধে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপর সিলেট জেলার ৮টি পাথরকোয়ারি ও কোয়ারিবহির্ভূত ১০টি এলাকা থেকে পাথর লুটপাট শুরু হয়।
বিশেষ করে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা, ভোলাগঞ্জ পাথরকোয়ারি ও সংরক্ষিত বাঙ্কার এলাকা এবং গোয়াইনঘাটের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলং ও পর্যটনকেন্দ্র বিছনাকান্দি থেকে গণহারে পাথর লুট হয়।
মন্তব্য করুন