গাজার উত্তরাংশে ফিলিস্তিনি ঘনবসতিপূর্ণ এলাকা শাতি ও রিমাল সংলগ্ন স্থানে ইসরায়েলের একটি সামরিক নজরদারি ড্রোন ভেঙে পড়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে স্থানীয়রা ড্রোনটিকে ঘিরে ধরে তা ভাঙার চেষ্টা করছেন।
শনিবার (১৬ আগস্ট) গাজা শহরের রিমাল এলাকায় ইসরায়েলের একটি ছোট আকারের সামরিক নজরদারি ড্রোন ভেঙে পড়ে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের ব্যবহৃত "স্কাইলার্ক ৩" নামের ট্যাকটিক্যাল ড্রোনটি এক অভিযানে অংশ নেওয়ার সময় হঠাৎ প্রযুক্তিগত ত্রুটির কারণে "জরুরি অবতরণ" করতে বাধ্য হয়।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এ ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই। তবে এটি প্রথম নয়—এর আগেও এ ধরনের স্কাইলার্ক ড্রোন "শত্রু এলাকাতে" ভেঙে পড়ার নজির রয়েছে। ড্রোনটির নির্মাতা ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ফিলিস্তিনি ঘটনাস্থলে জড়ো হয়ে ড্রোনটিকে ভাঙার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিগত ত্রুটির অজুহাত দিলেও এ ধরনের পতন ইসরায়েলের সামরিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ৬১ হাজার ৮২৭ জন নিহত ও ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া, ৯ হাজারের বেশি মানুষ নিখোঁজ, আর জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। অবরোধজনিত দুর্ভিক্ষে এখন পর্যন্ত ২৪০ জন, এর মধ্যে ১০৭ শিশু, প্রাণ হারিয়েছে।